ইইউ সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চায়: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি পর্যবেক্ষক দল আসবে। তারা দেশের সকল রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির সঙ্গে বসে আলোচনা করবে। এটা আজকের বৈঠকে আমাদের জানিয়েছেন রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের রাজনৈতিক অবস্থা, বিরোধী দলের অবস্থান- এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ফখরুল বলেন, তারা (ইইউ) আগেও বলেছে, আজকেও বলেছে- বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চান তারা।
ফখরুল বলেন, তাদের যে টিমটা আসবে আগামী সপ্তাহে, তারা এসে দেখতে চায় সত্যিকারভাবে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন হবার মতো রাজনৈতিক পরিবেশ আছে কিনা।
আরও পড়ুন: মানুষ ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারাচ্ছে: ফখরুল
আপনারা কী বলেছেন- এর জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি নিরপেক্ষ, তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা জানতে চেয়েছেন, এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব কিনা।
মানবাধিকার বিষয়ে কী আলোচনা হয়েছে- সে প্রসঙ্গে মহাসচিব বলেন, তারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা জানেন। এ ছাড়া, তেমন কোনও বিষয়ে আলোচনা হয়নি।
তারা কোনও সংলাপের কথা বলেছে কিনা- জবাবে বিএনপি মহাসচিব বলেন, না, কোনও সংলাপের বিষয়ে আলোচনা হয়নি। আগের দুটি নির্বাচনে এই সরকার প্রমাণ করেছে, তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু-অবাধ হবে না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনও নির্বাচনে আমরা যাব না, দেশের জনগণ যাবে না- এটা তাদের স্রেফ জানিয়ে দেওয়া হয়েছে।
জেবি/ আরএইচ/