একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
একদিনে (গত ২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেনে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৪
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৪৩৩ জন এবং ঢাকার বাইরের ২২৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১১৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৯২৩ জন। মারা গেছেন ৬৪ জন।
আরও পড়ুন: ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: মেয়র তাপস
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮১ জন।
জেবি/এসবি