ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: মেয়র তাপস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু নির্মূল কেউ করতে পারবে না। কোনো দেশ করতে পারেনি। আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নির্মূল সম্ভব নয়।
বুধবার (৫ জুলাই) হাতিরঝিলে পানি নিষ্কাশন যন্ত্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, আপনারা যদি উন্নত দেশের সাথে তথ্য ও পরিসংখ্যান মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন অন্যান্য দেশের তুলনায় এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে রয়েছি।
তিনি বলেন, এ বছর বর্ষা শুরুর আগেই মারাত্মক রূপ নিয়েছে ডেঙ্গু। বছরের সাত মাস না যেতেই সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের।
আরও পড়ুন: ডেইলি স্টার সম্পাদকসহ ৩ জনকে মেয়র তাপসের নোটিশ
ডেঙ্গুতে মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে আরও নজর দেওয়ার পরামর্শ দেন মেয়র তাপস। তিনি বলেন, ‘চিকিৎসাসেবার মান পরিধি আরও বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘একজন রোগী যেন শঙ্কাজনক অবস্থায় না যায়, এ জন্য প্রাক (আগের) যে কার্যক্রম সেগুলো নিশ্চিত করতে হবে। তাহলে মৃত্যুর হার কমাতে পারব।’
বর্ষা আসার আগেই এত রোগী, এত মৃত্যুর পর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে থাকে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘একটি হলো মৌসুমের আগে স্বাভাবিকভাবে কিছু রোগী হওয়া। আরেকটি হলো মৌসুমের সময় হওয়া।
জেবি/ আরএইচ/