পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাক্ষাৎ অনির্ধারিত


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৫৫ পিএম, ৬ই জুলাই ২০২৩


পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাক্ষাৎ অনির্ধারিত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতির সাক্ষাৎ ‘অনির্ধারিত’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা বলেন।


ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হজ পালন করেন। হজের বিভিন্ন অনুষঙ্গ প্রতিপালনকালে সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতির অনির্ধারিত সাক্ষাৎ হয়।


আরও পড়ুন: পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বলেছেন সালমান এফ রহমান


সৌদি বাদশার আমন্ত্রণে এবার সপরিবারে হজ পালনে গিয়েছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিও গিয়েছিলেন হজ পালনে। সেখানে


পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা এক টুইট বার্তায় জানান। দুই রাষ্ট্রপতির সাক্ষাৎ পর্বের দুটি ছবি দিয়ে পাকিস্তানি রাষ্ট্রপতি লিখেছিলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে মক্কা, মিনা ও মদিনায় ভালো আলোচনা হয়েছে’।


জেবি/ আরএইচ