পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বলেছেন সালমান এফ রহমান


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বলেছেন সালমান এফ রহমান
সৌদি আরবের মদিনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : ইউএনবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সম্পর্ক উন্নয়নে ১৯৭১ সালে সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার প্রয়োজন।


সম্প্রতি পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মদিনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ হলে তাকে এ কথা বলেন সালমান এফ রহমান।


এক টুইটে সালমান এফ রহমান জানান, ‘পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে মসজিদে নববীতে একটি আনন্দঘন সাক্ষাৎ হয়েছে। আমার ১২ বছর বয়সে আমাদের শেষ দেখা হয়েছিল। এই সাক্ষাতে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল।’


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে: সালমান এফ রহমান


সালমান এফ রহমান আরও উল্লেখ করেন, ‘আমি তাকে বলেছি, দুই দেশের সম্পর্কের উন্নতি করতে ১৯৭১ সালে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার প্রয়োজন। আমরা পবিত্র নগরীতে মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করেছি।’


অন্য এক টুইটে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তার মক্কা, মিনা ও মদিনায় ভালো আলাপ হয়েছে।’


টুইটে সালমান এফ রহমানকে বাল্যবন্ধু হিসেবে অভিহিত করে আরিফ আলভি বলেন, ‘দুই বন্ধুর এই সাক্ষাৎ হয়েছে ৬০ বছর পর।’


জেবি/ আরএইচ/