বিমসটেক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশনে’র সম্মেলনে যোগ দিতে আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ছেলের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করলেন জায়েদা খাতুন
এছাড়া আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান এবং ভারত মহাসচিবের দায়িত্ব নেবে।
মাসুদ বিন মোমেন জানান, ভারতের বিমসটেকের প্রতি গভীর আগ্রহ রয়েছে। তাই পরবর্তী শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করতে ভারতের সচিব ঢাকায় এসেছেন।
তিনি আরও জানান, আগামী ৩০ নভেম্বরের থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ডিসেম্বর থেকে বিমসটেকের চেয়ারম্যানশিপের দায়িত্ব পাবে বাংলাদেশ।
জেবি/ আরএইচ