ক্যাডেটের একজন শিক্ষার্থীর পেছনে সরকারের খরচ ৫ লাখ টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


ক্যাডেটের একজন শিক্ষার্থীর পেছনে সরকারের খরচ ৫ লাখ টাকা
জাতীয় সংসদ ও ইনসার্টে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গত অর্থবছরে ক্যাডেট কলেজগুলোতে সরকারি বরাদ্দ ছিল ১৯৮ কোটি টাকা। বর্তমানে ক্যাডেট কলেজগুলোতে ৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী পড়াশুনা করেন। এ হিসেবে ক্যাডেট কলেজের প্রত্যেক শিক্ষার্থীর পেছনে বছরে সরকারের ব্যয় হয় ৫ লাখ ৩৪ হাজার টাকা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


শিক্ষামন্ত্রী জানান, গত অর্থবছরে ক্যাডেট কলেজগুলোর সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে ক্যাডেট কলেজগুলোতে ৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী পড়াশুনা করেন। সেই অনুযায়ী ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।


আরও পড়ুন: ২০২৬ সালে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী


মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় সংক্রান্ত বরাদ্দ সমন্বিতভাবে সম্পন্ন করা হয় বিধায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় পৃথকভাবে প্রদর্শন করা হয় না।


তিনি জানান, বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনয়ন এবং শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন, সাম্য ও জবাবদিহিতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরকারি, বেসরকারি ও ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের বার্ষিক মাথাপিছু ব্যয়ের ব্যবধান ক্রমান্বয়ে কমছে।


জেবি/ আরএইচ/