১৭ জুলাই থেকে কামরাঙ্গীরচরে গ্যাস সরবরাহ বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


১৭ জুলাই থেকে কামরাঙ্গীরচরে গ্যাস সরবরাহ বন্ধ
ছবিটি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা

আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানা গেছে। মূলত বকেয়া বিল পরিশোধ না করার কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।


বৃহস্পতিবার (৬ জুলাই)  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।


আরও পড়ুন: মোহাম্মদপুরে গ্যাস সরবরাহ বন্ধ


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস গ্যাসের সোবহানবাগ অফিসের আওতাধীন কামরাঙ্গীরচর এলাকার গ্রাহকগণের বিপরীতে বিপুল পরিমাণ বকেয়া থাকায় আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সব বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আগামী ১৭ জুলাই থেকে কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।


ঢাকা মেট্রো রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, কামরাঙ্গীরচর এলাকায় বৈধ গ্রাহক রয়েছে ১২ হাজার। কিন্তু অবৈধ গ্রাহক আছে প্রচুর। বকেয়া আদায়ের লক্ষ্যে এর আগেও আমরা একবার গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিলাম।


জেবি/ আরএইচ/