এখনও রাজধানীতে ফিরছে মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৭ই জুলাই ২০২৩


এখনও রাজধানীতে ফিরছে মানুষ
ছবি: সংগৃহীত

ঈদের এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানী ঢাকায় এখনও ঈদের আমেজ পুরোপুরি কাটেনি। গতকাল পর্যন্তও রাস্তাঘাট স্বাভাবিক সময়ের চেয়ে বেশ ফাঁকা ছিল। যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যাওয়ার পরিচিত সেই দৃশ্য ছিল না। 


ঈদের পরদিন থেকেই ঢাকায় মানুষ ফেরা শুরু করলেও গার্মেন্টস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেশ কিছু অফিস এখনও বন্ধ রয়েছে। 


রবিবার থেকে এসব অফিস, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে। তাই চলতি সপ্তাহের শেষে এসে ঢাকা ফেরা মানুষের চাপ বেড়েছে। 


শুক্রবার (৭ জুলাই) রাজধানীর পান্থপথ, কারওয়ান বাজার ও কমলাপুর রেল স্টেশন ঘুরে ঘরমুখোদের রাজধানীতে ফিরতে দেখা গেছে। 


আরও পড়ুন: আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ


সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাস রাজধানীতে আসছে। প্রতিটি বাসের আসন সংখ্যা প্রায় পরিপূর্ণ। অন্যদিকে রেলওয়ে স্টেশনেও ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে।


চট্টগ্রাম থেকে হানিফ এন্টারপ্রাইজের বাসে আসা মুসা জানান, বৃহস্পতিবার রাত হলেও চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার বাসগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অন্য বাস কাউন্টারগুলোতেও ভরপুর যাত্রী দেখেছি।


এবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২৯ জুন। সেই হিসেবে ২৮ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নির্বাহী আদেশে একদিন আগে ২৭ জুন থেকে ছুটি ঘোষণা করা হয়।  


জেবি/. আরএইচ/