আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ
ছবিটি রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা

ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। টানা পাঁচ দিন ছুটির পরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 


এদিকে আজও ঢাকা থেকে অনেকেই ছুটি কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। ঈদে যারা ছুটি পাননি তারা ঈদের পরের সময়কে বেছে নিয়েছেন।


সকালে কমলাপুর রেল স্টেশন এ গিয়ে এমন চিত্র দেখা গেছে। ঢাকায় ফেরার যাত্রীদের সঙ্গে আছে ঢাকা থেকে বের হওয়ার যাত্রীও।


ঠিক সময়ে অফিসে উপস্থিত হতে আজ সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে চাপ ছিল ঢাকায় ফেরা যাত্রীদের। ফিরতি ট্রেনে গ্রামের বাড়িতে ফেরা যাত্রীদেরও ভিড় রয়েছে।


আরও পড়ুন: ঝুঁকি নিয়ে ট্রাকেই গন্তব্যস্থলে ঘরমুখো মানুষ


কমলাপুর রেলস্টেশন থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, যাত্রী পরিবহনে প্রতিদিন ৭২ জোড়া আন্তনগর, মেইল, কমিউটার ও ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ গন্তব্যে স্পেশাল ট্রেনও চলছে। ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় না থাকায় যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঢাকা ফিরতে পাচ্ছেন।


ঢাকায় ফেরার যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষই গার্মেন্টসকর্মী। টানা চার দিন বন্ধের পর গার্মেন্টসগুলো খুলবে আগামীকাল থেকে।


কমলাপুর রেলস্টেশন মাস্টার আফসার উদ্দিন জানান, প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছাড়ছে ও ফিরে আসছে। আজ ঢাকামুখী ও ঘরমুখো মানুষের চাপ প্রায় সমান বলা চলে।


জেবি/ আরএইচ/