বায়তুল মোকাররমে অতিরিক্ত পুলিশ মোতায়েন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩


বায়তুল মোকাররমে অতিরিক্ত পুলিশ মোতায়েন
ছবিটি রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে তোলা

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদের ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের হবে।


আরও পড়ুন:  বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ মোতায়েন


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাছউদুর রহমান জানান, সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।


এদিকে নামাজ শুরুর আগে থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান ফটকে অতিরিক্ত নিরপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গেট সংলগ্ন স্থানে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।


জেবি/ আরএইচ