বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ মোতায়েন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:১৩ পিএম, ১৬ই জুন ২০২৩


বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ মোতায়েন
ছবিটি রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা

লোডশেডিং, বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।


শুক্রবার (১৬ জুন) রাজধানীর আজিমপুর সলিমুল্লাহ এতিমখানার সামনের সড়কে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ চলছে। আর সমাবেশ শেষে লালবাগ, চকবাজার ঘুরে আরমানিটোলা মাঠে গিয়ে পদযাত্রা শেষ হবে বলে জানা গেছে।


বিএনপির এই পদযাত্রাকে ঘিরে আশেপাশে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিত লক্ষ্য করা গেছে।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। 


আরও পড়ুন: ফখরুল-আব্বাস গ্রেফতার, আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন


এছাড়া সমাবেশ মঞ্চে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখবেন।


বিএনপির পদযাত্রায় অংশ নিতে আসা নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ার কারণে এই এলাকার সাধারণ মানুষের চলাচল কিছুটা বিঘ্ন ঘটেছে।


জেবি/ আরএইচ/