কোরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩


কোরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ কর্মসূচির পরই বিক্ষোভ মিছিলে অংশ নেবেন তারা।


শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে সংক্ষিপ্ত সমাবেশ করছেন তারা। 


এদিকে তাদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বায়তুল মোকাররম মসজিদের ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সমাবেশে বক্তারা বলেন, যারা আল কোরআনের অবমাননা করে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি।


আরও পড়ুন: বায়তুল মোকাররমে অতিরিক্ত পুলিশ মোতায়েন


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাছউদুর রহমান জানিয়েছেন, সুইডেনে কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরপরই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। এছাড়া মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।


জেবি/ আরএইচ/