Logo

এবার প্রেমের টানে নোয়াখালীতে আমেরিকান তরুণী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ০১:১৩
39Shares
এবার প্রেমের টানে নোয়াখালীতে আমেরিকান তরুণী
ছবি: সংগৃহীত

গত ২ জুলাই পরিবারের সম্মতিতে পেরুর ৩৩ বছরের ওই তরুণীকে বিয়ে করেন তিনি

বিজ্ঞাপন

ছয় বছর আগে ফেসবুকে পরিচয়ের জেরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেই টানেই ছুটে আসেন বাংলাদেশে। দুই দেশের দূরত্ব ঘুচিয়ে আবদ্ধ হন বিয়ের বন্ধনে।

এই গল্প নোয়াখালীর চাটখিল উপজেলার আরমান হোসেন আর দক্ষিণ আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডোর।

বিজ্ঞাপন

চাটখিলের ঘাটলাবাগ এলাকার নুর আলমের ছেলে আরমান পুলিশ কনস্টেবল পদে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত। গত ২ জুলাই পরিবারের সম্মতিতে পেরুর ৩৩ বছরের ওই তরুণীকে বিয়ে করেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) কারাঞ্জা সাওসিডোরকে নিয়ে আরমান গ্রামের বাড়ি গেলে শোরগোল পড়ে যায়। নবদম্পতিকে দেখতে বাড়িতে ভিড় জমায় আত্মীয়স্বজন ও এলাকাবাসীরা।

আরমানের বাবা নুর আলম জানান, আমরা স্বপ্নেও ভাবিনি বিদেশি তরুণী আমাদের ছেলেকে বিয়ে করবে আমরা খুব খুশি। আশা করি, তাদের দাম্পত্য সুখের হবে। আমরা পুত্রবধূকে বাংলা ভাষা শেখানোর চেষ্টা করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরমান জানান ২০১৭ সালে ফেসবুকে কারাঞ্জা সাওসিডোর সঙ্গে পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে একসময় ভালোবাসা হয়। গত ২ জুলাই কারাঞ্জা বাংলাদেশে আসলে ওইদিনই পরিবারের সম্মতিতে তাকে বিয়ে করি। এরপর কয়েকদিন ঢাকায় থেকে বৃহস্পতিবার তাকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। ৬ বছরের ভালোবাসাকে আমরা স্মৃতি করে রাখতে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি। 

কারাঞ্জা বলেন, ‘আমাদের ভালোবাসা টিকিয়ে রাখতেই বাংলাদেশে ছুটে এসেছি। আমার পরিবারও বেশ আনন্দিত।’

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD