পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: আইজিপি

পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আইনশৃঙ্খলা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি
বিজ্ঞাপন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জাতীয় নির্বাচনের আগে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া জাতীয় নির্বাচনকালীন সময়ে আইনশ্ঙ্খৃলা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে আইজিপি বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আইনশৃঙ্খলা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মামলা তদন্তের দায়িত্ব দীর্ঘদিন ধরে পেশাদাতিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশ থেকে জঙ্গি দমন করেছে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








