পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: আইজিপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জাতীয় নির্বাচনের আগে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ২৪ ঘণ্টা কাজ করছে পুলিশ: আইজিপি
এছাড়া জাতীয় নির্বাচনকালীন সময়ে আইনশ্ঙ্খৃলা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে আইজিপি বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আইনশৃঙ্খলা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মামলা তদন্তের দায়িত্ব দীর্ঘদিন ধরে পেশাদাতিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশ থেকে জঙ্গি দমন করেছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি হবে মাইলফলক: শিল্প উপদেষ্টা

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন

নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা
