নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব: আরাফাত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩


নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব: আরাফাত
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত। ছবি: সংগৃহীত

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।


শনিবার (৮ জুলাই) রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা জানান তিনি।


মোহাম্মদ  এ. আরাফাত বলেন,‌“রাজনীতি মানুষের কষ্ট লাগবের জন্য, সেই কাজটি আমরা করতে চাই। আমরা কোনোভাবেই মানুষের কষ্ট বাড়াতে চাই না। আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে আমি জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব।”


আরও পড়ুন: বিএনপি ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে: আরাফাত


তিনি আরও বলেন, “ভাষানটেক বস্তিবাসীর পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। ক্ষতিগ্রস্ত হয়ে যারা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, আমাকে যদি আপনারা সুযোগ দেন আমি এই তথ্যগুলোর ওপর ভিত্তি করে পুনর্বাসন প্রক্রিয়া আরও তরান্বিত করার ক্ষেত্রে কাজ করব। একই সাথে এখানে যে পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে যেগুলো ধাপে ধাপে সমাধান করব।”


আরাফাত বলেন, আমরা যাই করি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।


জেবি/এসবি