প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩


প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আম উপহারের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ফিরতি উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন।


শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের ১০০টি কার্টন ভর্তি ৭০০ পিস; ৯৮০ কেজি আনারস আসে। এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন: এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী


জানা গেছে, ১০০টি কার্টনে ৭শ পিস; ৯৮০ কেজি আনারস রয়েছে।  ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের এই আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া।


ফনি ভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, কিউ জাতের আনারস খুবই সুস্বাদু ও রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের জন্য সুভ্রাতৃত্বের আবেদন যাচ্ছে।


জেবি/এসবি