তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

নাগরিক তথ্য ফাঁসের সঙ্গে যদি কেউ জড়িত থাকে বা সহায়তা করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।


রবিবার (৯ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।


আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদীরা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঢুকে সংঘর্ষে জড়াচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


তিনি বলেন, এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করার মতো কোনো উপাদান এখনো হাতে পায়নি। আমাদের সাইবার ইউনিট এ বিষয়ে কাজ করছে। আগে দেখতে হবে কি ফাঁস হয়েছে।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


জেবি/ আরএইচ/