স্কুল-কলেজ খোলার প্রথম দিনেই রাজধানীতে তীব্র যানজট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৬ পিএম, ৯ই জুলাই ২০২৩


স্কুল-কলেজ খোলার প্রথম দিনেই রাজধানীতে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার থেকে খুলেছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। 


এদিকে ঈদের ছুটির পর পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে রাজধানীতে স্বাভাবিকভাবেই সড়কে পরিবহনের উপস্থিতি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে যানজট। 


রবিবার (৯ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডি, সাইন্সল্যাব এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহন। এতে সড়কে সৃষ্টি হয় জটলা। কোথাও কোথাও যানজটে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। 


সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে তীব্র যানজট দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এসব এলাকার বাসিন্দারা বলছেন, ঈদের পর গত এক সপ্তাহ রাস্তা ফাঁকা ছিল। আজ সকাল থেকেই রাস্তায় যানচলাচল বেশি দেখা যাচ্ছে। সকাল ৮টা থেকেই গাড়ির চাপ রয়েছে। আগের রূপেই দেখা যাচ্ছে রাজধানীর সড়ক।


আরও পড়ুন: বনানীতে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা


রাস্তায় ব্যস্ত সময় পার করছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। পুলিশ সদস্যরা বলছেন, আজ থেকে স্কুল-কলেজ খোলা হয়েছে। সকাল থেকেই অভিভাবকরা সন্তানকে নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। তাদের অনেকের সঙ্গেই গাড়ি রয়েছে।


ডিএমপির তেজগাঁও বিভাগের ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদ জানান, স্কুল-কলেজ খোলায় সড়কে গাড়ির চাপ কিছুটা বেশি। একই সঙ্গে অফিসগামী মানুষের চাপতো আছেই। তবে এসব বিষয় মাথায় রেখে আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল।


জেবি/ আরএইচ/