ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত নারী দলের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।


রবিবার (৯ জুলাই) প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ সফরকারী ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে। 


টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভার মেডেন দেয় বাংলাদেশ। পূজা বাস্ত্রেকারের ছয় বলের কোনোটিতেই রান নিতে পারেননি সাথী রানি। এরপরই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় স্বাগতিক মেয়েরা। ইনিংসে পঞ্চম ওভারে গিয়ে আউট হন উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানা। 


আরও পড়ুন: বিশ্বকাপের সেমিতে খেলবে কারা, জানালেন গাঙ্গুলি


আউট হওয়ার আগের দুই বলে ছক্কা ও চার হাঁকান। ১৩ বলের ইনিংসে ১৭ রান করে জেমাইমা রদ্রিগেজের হাতে ক্যাচ তুলে দেন শামীমা। আরেক উদ্বোধনী ব্যাটার সাথী ফেরেন পূজার বলেই। এর আগে ৪ চারে ২৬ বলে ২২ রান করেন তিনি।


মাঝে তিন নম্বরে খেলতে নেমে ভালো শুরু পান সোবহানা মোস্তারি। কিন্তু এই ব্যাটারও ৩৩ বলে ২২ রান করে স্টাম্পিংয়ের শিকার হন শেফালী ভার্মার বলে। বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি হয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির রান আউটে।  


আরও পড়ুন: ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা


৭ বলে ২ রান করে সুবহানার সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর বাংলাদেশ উইকেট না হারালেও রান করতে পারেনি দ্রুতগতিতে। ২৮ বলে দুই ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ১৩ বলে ১১ রান আসে রিতু মণির ব্যাট থেকে।


জেবি/এসবি