৭ দিনে প্রবাসী আয় এলো ৫ হাজার কোটি টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


৭ দিনে প্রবাসী আয় এলো ৫ হাজার কোটি টাকা
ফাইল ছবি

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো   ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার ( যা  প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে দেশীয় মুদ্রায় ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে।


রবিবার (৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ পাওয়া গেছে।


তথ্য পর্যালোচনায় দেখা গেছে, জুলাইয়ের ১ থেকে ৭ জুলাই পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।


আরও পড়ুন: তেল কিনতে বড় ধরনের ঋণ পাচ্ছে বাংলাদেশ


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২০২২-২৩ অর্থবছরে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স। রেমিট্যান্সের এ অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, ২ হাজার ৪৭৭ কোটি ডলার।


জেবি/এসবি