আবারও অস্থির কাঁচা মরিচের বাজার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৩
সপ্তাহের ব্যবধানে সরবরাহ সংকট দেখিয়ে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। পণ্যটি কেজিতে দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত।
সোমবার (১০ জুলাই) হাতিরপুল কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও যে মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি, তা এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৬০ টাকায়। আর ভালো মানের কাঁচা মরিচের দাম ছুঁয়েছে ৪০০ টাকা।
ব্যবসায়ীরা দাবি করছেন আমদানি কম ও মাঝে দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে বাজারে এলসি বন্ধের প্রভাব পড়েছে।
আরও পড়ুন: আবারও নিয়ন্ত্রণহীন কাঁচা মরিচের বাজার, কেজি ৬০০
তবে কাঁচা মরিচের বাজার পরিস্থিতি নিয়ে রাজধানীর কয়েকটি কাঁচা বাজার মনিটরিং শেষে দরদাম ঠিক আছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিদফতর।
এদিকে সবজির বাজার ঘুরে দেখা যায়, কেজিতে বিভিন্ন সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। প্রতিটি লাউ ৭০-৮০ টাকায়, শসা দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। কালো গোলবেগুন প্রতিকেজি ১০০ টাকায়। প্রতিকেজি ঢেঁড়শের দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতিকেজি করোলা ১২০ টাকায়।
সবজি বাজারের বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। এতে পাইকারিতেই কেজিতে সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
জেবি/ আরএইচ