ঢাকা কলেজের সামনে শ্লীলতাহানির অভিযোগে মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩
রাজধানীর ঢাকা কলেজের সামনে রিকশা থামিয়ে নারীকে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১০ জুলাই) সন্ধ্যায় মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী। মামলা হওয়ার পরই পুলিশ ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।
সোমবার (১০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি বলেন, রবিবার সন্ধ্যায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। গত ২১ জুন রাত ১টার দিকে ঢাকা কলেজের ফটকের সামনে এ শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আরও পড়ুন: লাইভ চলাকালে ঢাকা কলেজের সাংবাদিককে হেনস্তা পুলিশের
নিউমার্কেট থানার একটি সূত্র জানায়, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। যাচাই-বাছাই চলছে।
বাদীর অভিযোগ থেকে জানা গেছে, গত ২১ জুন রাত ১২টা ৫০ মিনিটের দিকে টিএসসি থেকে আরেক নারীসহ ব্যাটারিচালিত রিকশায় তল্লাবাগ যাচ্ছিলেন। ঢাকা কলেজের সামনে পৌঁছার পর কয়েকজন পথ আটকিয়ে বাদীর শ্লীলতাহানি করেন। এ সময় স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। শ্লীলতাহনি ও ছিনতাইয়ে জড়িতরা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে অভিযোগ করেন ওই নারী।
জেবি/ আরএইচ/