৪ দিনের বৃষ্টিতে উত্তর প্রদেশে ৩৪ জনের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩
গত ৪ দিন ধরে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তর ভারতে মৃত্যু হয়েছে ২৮ জনের। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, গত ৪ দিনের দুর্যোগে কেবল সে রাজ্যইে প্রাণ গেল ৩৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ জনের।
গত কয়েকদিনে যোগীরাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৭ জনের। জলে ডুবে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া ও ধস নেমে, জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার।
আবহাওয়া দপ্তর জানায়, মৌসুমের শুরুতেই ১১ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে। এর ফলে গঙ্গা, রামগঙ্গা, যমুনা, রাপ্তিসহ রাজ্যরে অধিকাংশ নদীতে বিপদসীমার উপরে বইছে জল। বন্যা কবলিত ৭৫টি জেলার নিচু এলাকাগুলি। ভারী বৃষ্টি চলছে ৬৮টি জেলায়। পাহাড়ি এলাকাগুলিতে ধস নেমেছে। বহু জায়গায় রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। সব মিলিয়ে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত যোগীরাজ্যে দুর্যোগের বলি হয়েছে ৩৪ জন।
আরও পড়ুন: দিল্লিতে ভারী বৃষ্টিপাতে প্রাণ গেল ১২ জনের
উল্লেখ্য রবিবার (৯ জুলাই) ৪১ বছরের রেকর্ড ভেঙে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই রাজধানীর সব স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। বন্যা সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির পাশাপাশি বিপর্যস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মুও কাশ্মীর। তবে খারাপ আবহাওয়া জন্য স্থগিত থাকা অমরনাথ যাত্রা ফের শুরু হয়েছে। যদিও কাশ্মীরে বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি হয়েছে।
জেবি/ আরএইচ/