গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দাদী নাতনীর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩


গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দাদী নাতনীর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দাদী ও নাতনীর মৃত্যু হয়েছে।


সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ওই এলাকার মেসর উদ্দিনের স্ত্রী শাহেরা খাতুন (৬৫) ও তার নাতনী সুজন মিয়ার মেয়ে জান্নাত আক্তার (৪)।


আরও পড়ুন: শনিরআখড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু


পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল ১১ টার দিকে দাদী শাহেরা খাতুন ও নাতি জান্নাত আক্তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে যাওয়ার পর অনেক সময় পার হলেও তারা ফিরে আসেনি। এমতাবস্থায় খোঁজাখোঁজির একপর্যায়ে পুকুরের পাশে গেলে দাদী ও নাতনীর ভাসমান মরদেহ দেখতে পারেন। পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।


ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক রাজু বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেই মর্মে থানায় লিখিত আবেদনের পর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


জেবি/ আরএইচ/