রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা
নিহত কমান্ডারের নাম স্ট্যানিস্লাভ রিজিটস্কি

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সাবমেরিনের একজন কমান্ডার বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।


সোমবার (১০ জুলাই) সকালে ৭টা থেকে ৮টার মধ্যে দৌড়াতে বের হন। এর কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। 


কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কমান্ডারের নাম স্ট্যানিস্লাভ রিজিটস্কি। তিনি রাশিয়ার কৃষ্ণসাগরের সাবমেরিন বহরের একজন কমান্ডার।  কমান্ডার রিজিটস্কিকে একটি স্পোর্টস কমপ্লেক্সের কাছে দৌড়ানোর সময় চারবার গুলি করা হয়।


আরও পড়ুন: লাইক দিয়ে ৫০ লাখ টাকা জরিমানা গুনলেন কৃষক


তিনি ২০২২ সালের জুলাইয়ে ইউক্রেনের ভিনিতসিয়া শহরে একটি সাবমেরিন-চালিত ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত ছিলেন। এতে শিশুসহ ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়।


তবে তাকে হত্যার পেছনে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।


জেবি/এসবি