Logo

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে ৪ নির্দেশনা

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ০১:৫৪
34Shares
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে ৪ নির্দেশনা
ছবি: সংগৃহীত

এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।।

বিজ্ঞাপন

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৪ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে  বলা হয়, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা নিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে মাউশির আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

নির্দেশনাগুলো হলো-

বিজ্ঞাপন

১. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা-উপজেলা-থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করতে হবে।

বিজ্ঞাপন

৪. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD