সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩
আগামীকাল বুধবার (১২ জুলাই) রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের এক দফার ঘোষণা আসার কথা রয়েছে। তবে ডিএমপিতে চিঠি দিয়ে এবং সাক্ষাৎ করেও এখনও সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিএনপি।
যদিও বুধবার সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের জোর প্রস্তুতি চালাচ্ছে দলটি।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পর্যালোচনা চলছে, আজ রাতে অথবা আগামীকাল সকালের মধ্যে শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন: বিএনপির সমাবেশকে ঘিরে পাড়া মহল্লায় মাইকে প্রচার
মঙ্গলবার (১১ জুলাই) এ ব্যাপারে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে হয়ত অনুমতি দেওয়া হতে পারে।
তিনি আরও জানান, অনুমতি দিলেও শর্ত থাকবেই। ২০ থেকে ২৫টি শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান জানান, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা আবেদন করেছে, সেটির অনুলিপি ডিএমপি কমিশনার কার্যালয় থেকে পেয়েছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে।
জেবি/ আরএইচ/