তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে শুভ নামে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জাতীয় জরুরি ৯৯৯ নম্বরে ফোন করে সেবা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ওই কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো তরুণের
শুভকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা আসিফ নামে এক শিক্ষার্থী বলেন, চিকিৎসক জানিয়েছেন শুভর অবস্থা আশঙ্কাজনক। আমরা তার নাম জানতে পারলেও তার পরিচয় জানতে পারিনি। আশপাশের লোক মুখে জানতে পারি কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে তার পা বিচ্ছিন্ন হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত ওই কিশোরের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
জেবি/ আরএইচ