২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন জাহাঙ্গীর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৯ এএম, ১২ই জুলাই ২০২৩

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে ২৫০ গাড়ির বহর নিয়ে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বুধবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ’শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।
সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে জাহাঙ্গীর আলম সাংবাদিকদেরকে জানান, ঢাকার শান্তি সমাবেশে তাকে লোকজন নিয়ে যেতে বলায় তিনি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাবেন। এ জন্য ২৫০ গাড়ি মোতায়েন থাকবে বলে জানান তিনি। তবে তাকে কে লোক নিয়ে যেতে বলেছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।
আরও পড়ুন: মায়ের শপথ অনুষ্ঠানে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর
এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান জানান, বুধবার তিনিও ৮ থেকে ১০ হাজার দলীয় লোকজনসহ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাবেন।
তিনি আরও জানান, প্রতি থানায় এ জন্য ১০টি গাড়ি মোতায়েন থাকবে। স্বল্প সময়ে ৮-১০ হাজার নেতাকর্মী ঢাকায় নিতে যতগুলো গাড়ির প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ও দলীয় নেতাকর্মীদের নিজস্ব গাড়ি নিয়ে তারা ঢাকার শান্তি সমাবেশে যোগ দেবেন। তারপরও গাড়িতে লোকজন যেতে না পারলে দলীয় নেতাকর্মীদের ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
