রাজধানীর প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩


রাজধানীর প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ
ছবি: সংগৃহীত

একদিনে ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশমুখ সাভারে পুলিশি তল্লাশি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।  


কিন্তু পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশ মুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে।


বুধবার (১২ জুলাই) সকালে সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল একেবারেই কম দেখা গেছে। 


এ সময় ঢাকায় প্রবেশ করা পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী বাস ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে আসতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন। 


আরও পড়ুন: রাজধানীর প্রবেশমুখে পুলিশের তল্লাশি


গুলিস্তান থেকে ধামরাইয়ের ডি-লিংক পরিবহনের এক বাস মালিক জানান, সকালে আমিনবাজারে পুলিশ চেকপোস্টে আমাদের কোনো বাস ঢুকতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমিনবাজার থেকেই আবার সাভারে ফেরত আসা লাগছে।


এদিকে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুই জন জঙ্গি পালিয়েছিলো তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে।


জেবি/ আরএইচ