আ.লীগ-বিএনপির সমাবেশ
রাজধানীর মোড়ে-মোড়ে কঠোর অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ১২ই জুলাই ২০২৩

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মোড়ে-মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।
বাহিনীটির সূত্র বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জানমালের নিরাপত্তার স্বার্থে তাদের এই অবস্থান।
বুধবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ও বায়তুল মোকাররমের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ
চাইলে পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া সাংবাদিকদেরকে জানান, বিএনপির সমাবেশ ঘিরে থানা পুলিশের প্রস্তুতি রয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে স্বাভাবিক ডিউটির চেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশনস বিভাগের উকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, নয়াপল্টনে বিএনপিকে ২৩টি শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে আওয়ামী লীগকেও সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে একই শর্তে। দুই রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

ইসিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ১৪ ধরনের তথ্য দিতে হবে

প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: ড. ইউনূস
