জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী ইউনিয়নের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মোল্যা।
আরও পড়ুন: জাতির পিতার প্রতিকৃতিতে নতুন জনস্বাস্থ্য প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সারোয়ার হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, মীর আব্দুস সাহিদ ও বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়নের সদস্যরা উপস্থিতি ছিলেন।
জেবি/এসবি