ঘুষকান্ডে নগাঁও জেলার বনকর্তা গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন (ডিসিএ) গোয়েন্দারা মঙ্গলবার (১১ জুলাই ) আসামরাজ্যের নগাঁও জেলার এক বনকর্তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নেপাল চন্দ্র মন্ডল সহকারী বন সংরক্ষক। উৎকোচ নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
টিপি (চালান) ইস্যু করার জন্য অভিযোগকারীর কাছ থেকে ঘুষ দাবি করার পর তাকে ধরা হয়।
আরএক্স/