বিএনপির মিথ্যা মামলার প্রতিবাদে পাবনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত বিরুদ্ধে বিএমপির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রলীগ।
বুধবার (১২ জুলাই) পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ও পাবনা জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সোহেল, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নাসির হোসেন, আল কবির রকি, শাওন রেজা খান, মো. রাজিব হোসেন, ওমর ফারুক সৈকত, মো. জুনায়েদ উদ্দিন জনি,পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান আনিস,পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান আকাশ, জেলা ছাত্রলীগের সদস্য খন্দকার আল আনিম পরশ।
আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু
এছাড়া পাবনা জেলা ছাত্রলীগ নেতা স্বাক্ষর, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের বিশ্বাস অন্তু, আব্দুস সালাম গাজী, সাবেক এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান, সাবেক পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত, পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সদস্য ইশতিয়াক আবির, পাবনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মামুন, টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হাসান অর্ণব, ইমরান, রাসেল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পাবনায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লব হোসেন, চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হিমু, পাবনা কামিল মাদ্রাসা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি জাহিদ হোসাইন অনিক, সাধারণ সম্পাদক মেহেরাজ শেখ রিয়াদ, পাবনা পৌর ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু , পাবনা পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহিম ইখতিয়ার, পাবনা পৌর ১২নং ওয়ার্ড ছাত্রলীগের নব নির্বাচিত আহ্বায়ক বাবু ও যুগ্ম আহ্বায়ক আশিক, উদীয়মান ছাত্রনেতা পিয়াস, তানবিন, রোমিও,পান্না, সুবাষ, রাম,হৃদয়, রনি, সুমন, হুমায়ুন, মাসুদ, শহিদুল আকাশ, বাকিবিল্লাহ প্রমুখ।
জেবি/এসবি