ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ডে যাওয়ার পরামর্শ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ডে যাওয়ার পরামর্শ

ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ঢোকার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে বসবাসকারীদের বাংলাদেশিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তাতে ইতোমধ্যে ২৫০ জন যুক্ত হয়েছেন। তবে সেখানে ৫০০র বেশি প্রবাসী আছেন। তাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। এরইমধ্যে পাশের দেশ পোল্যান্ডের সরকারের কাছে বাংলাদেশিদের স্থানান্তরের জন্য সহযোগিতা চেয়ে অন এরাইভাল ভিসার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশিদের তাৎক্ষণিক ভিসা প্রক্রিয়া করতে ইটালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে অতিরিক্ত কর্মকর্তা আনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেবার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিভিন্ন দেশ কিছুদিন আগে থেকেই তাদের দেশের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিতে শুরু করেছে।

ওআ/