সমাবেশ শেষে রাজধানীতে তীব্র যানজট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
রাজধানীতে আওয়ামী লীগ এবং বিএনপির সমাবেশ শেষ হয়েছে সন্ধার দিকে। এদিকে সমাবেশ শেষে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্দেশে রওনা দিয়েছেন দল দুটির নেতাকর্মীরা। আর এতেই রাজধানীর বিভিন্ন সড়কে বিকেল থেকে বাড়তে শুরু করে যানজট। সেই সঙ্গে অতিরিক্ত জনসমাগমের কারণে সড়কে যানবাহনের সংকট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকে।
বুধবার (১২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সরেজমিনে দেখা গেছে তীব্র যানজট।
আরও পড়ুন: স্কুল-কলেজ খোলার প্রথম দিনেই রাজধানীতে তীব্র যানজট
যাত্রী, বাস ও অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার আগে থেকেই গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, রামপুরা, ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী, বনানী, বিমানবন্দর সড়ক, খিলক্ষেত, উত্তরা, বাড্ডা, নতুন বাজার, নদ্দা ও কুড়িল বিশ্বরোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীর বনানী এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত এক সার্জেন্ট জানান, আজ বড় দুই দলের সমাবেশ হয়েছে। এছাড়া অফিস শেষে মানুষ একসঙ্গে সড়কে বের হয়েছে। ফলে সড়কে অনেক যানবাহন চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জেবি/ আরএইচ/