মুন্সীগঞ্জে মেঘনা নদীর ভাঙন, হুমকিতে ৭০ পরিবার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


মুন্সীগঞ্জে মেঘনা নদীর ভাঙন, হুমকিতে ৭০ পরিবার
ছবি: জনবাণী

বর্ষার শুরুতে এবারও মেঘনা নদীতে পানি বৃদ্ধির ফলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বড় কালীপুরা গ্রামের নদী তীরবর্তী ৭০টি পরিবার মেঘনা নদী ভাঙনের হুমকির মুখে আছে।


এলাকাবাসী ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 


বড় কালীপুরা গ্রামের বাসিন্দা রহমত উল্লাহ জানান, মেঘনা নদীতে পানি বাড়ায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অচিরেই বহু ঘরবাড়ি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই কথা জানান ওই এলাকার আরও অনেকে। 


তাদের অনেকেরই আবাদি জমির উঠতি ফসলসহ বিভিন্ন ধরনের ফসল নদীগর্ভে চলে গেছে। এখন ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের।


আরও পড়ুন: যমুনার তীব্র ভাঙনে বিলীন চর নাগদাহ বাজার ও মাদ্রাসা


গজারিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মুকবুল হোসেন জানান, গত বছর বিদায়ী গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী সরজমিনে পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে নদী ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তার পরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শন করেন। এরপরও কোনো পদক্ষেপ নেননি পানি উন্নয়ন বোর্ড।


ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু জানান, দ্রুত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, আমরা সাধারণত যে সমস্ত স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকে সে সমস্ত স্থানে আগে কাজ করে থাকি। ওই এলাকায় ভাঙন সর্ম্পকে আমাদের কেউ অবহিত করেনি। 


তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা নির্বাহী কর্মকর্তা ডিও লেটার দিয়ে আমাদের দ্রুত কাজ করতে বললে আমরা দ্রুত কাজ করি। তারপরেও খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।


জেবি/ আরএইচ/