বার্ন ইনস্টিটিউটের ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৭ পিএম, ১৩ই জুলাই ২০২৩

রাজধানীর শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাত থেকে একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর রাতের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: নবজাতককে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে দিলেন মা
শাহবাগ থানার এসআই শামীম জানান, সংবাদ পেয়ে আমরা বার্ন ইনস্টিটিউটের ফুটপাথ থেকে ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মেয়ে নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। রাতে যেকোনো সময় কেউ হয়ত ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে।
জেবি/ আরএইচ/