দিল্লিতে গাড়ির ধাক্কায় ৪ তীর্থযাত্রীর মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


দিল্লিতে গাড়ির ধাক্কায় ৪ তীর্থযাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

দিল্লিতে গাড়ির ধাক্কায় ৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই ) এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। 


জানা যায়, তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। হতাহতের সংখ‍্যা আরও ব‍ৃদ্ধি পেতে পারে বলে আশংকা করা হচ্ছে। 


এক আধিকারিক জানিয়েছেন, ২০ থেকে ২৩ জন তীথযাত্রী একটি ট্রাকে চেপে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। সেই সময় ট্রাকটি দুঘর্টনার কবলে পড়ে‍। তাতে ৪ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১৫ জন। 


আরও পড়ুন: দিল্লিতে ভারী বৃষ্টিপাতে প্রাণ গেল ১২ জনের


দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক  নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়। ২জন আহতকে ভর্তি করা হয় রাজধানীর পশ্চিম বিহারের বালাজি অ‍্যাকশন সেন্টারে। অন‍্যদের পাঠানো হয় মারেলার সত‍্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে। 


কিভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ট্রাকের যান্ত্রিক ক্রটি না কি চালক ঘুমিয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।


জেবি/ আরএইচ/