মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির কাছে বন্যা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩
বানের জলে ভাসছে রাজধানী দিল্লি। ৪৫ বছরের রেকর্ড ইতিমধ্যেই ছাপিয়ে গেছে যমুনা নদীর জলস্তর।
বুধবার (১২ জুলাই) নদীর জলস্তর বেড়ে হয় ২০৭.৫৫ মিটার। যা ১৯৭৮ সালের বন্যার সময় জলস্তরের রেকর্ডকে টপকে গিয়েছে। এর ফলে ইতিমধ্যে বহু এলাকা প্লাবিত হয়েছে। বহু রাস্তাকে মনে হচ্ছে নদী। এমনকি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির কাছের এলাকা ও প্লাবিত।
বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিরোধ সরিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: দিল্লিতে সর্বোচ্চ উচ্চতায় যমুনার পানি, বন্ধ স্কুল-কলেজ
গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত। উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সব থেকে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। সেখানে গত কয়েকদিনের বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। ৮ জন এখন ও নিখোঁজ। আহত ৯২ জন।
সবমিলিয়ে গোটা উত্তর ভারতে গত কয়েকদিনের বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ১০০ জনের। বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতেও। উত্তর ভারতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকা থেকে সেই জল নেমে আসছে। ফলে দিল্লি এবং তার সংলগ্ন এলাকাগুলিতে বন্যার আশংকা বাড়ছে।
জেবি/ আরএইচ/