এফবিসিসিআইয়ের ব্যবসায়ী সম্মেলন আগামীকাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩


এফবিসিসিআইয়ের ব্যবসায়ী সম্মেলন আগামীকাল
ছবি: সংগৃহীত

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। 


বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শুক্রবার (১৪ জুলাই) মতিঝিলের এফবিসিসিআই বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। 


আরও পড়ুন:এফবিসিসিআইয়ের নির্বাচনের তফসিল ঘোষণা


এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এই সম্মেলনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। এই সম্মেলনে সারা দেশে আমাদের ব্যবসায়ীদের যত অ্যাসোসিয়েশন আছে, চেম্বার আছে তারা সবাই অংশগ্রহণ করবেন এবং ব্যবসায়িক বিভিন্ন দিক আলোচনায় তুলে ধরা হবে।


তিনি বলেন, কিছুদিন আগে আমরা যে বড় পরিসরে আন্তর্জাতিক বিজনেস সামিট করেছিলাম সেখানকার আলোচনা, পরামর্শ, সিদ্ধান্ত, সামিটের প্রাপ্তির বিষয়গুলো আগামীকালের সম্মেলনে তুলে ধরা হবে। এসব বিষয় নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, যা আগামীকাল আমরা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবো।


জেবি/ আরএইচ/