ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আ.লীগের বৈঠক শনিবার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আগামীকাল শনিবার দুপুর ১২টায় বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ জানান, ইইউর প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক ১৫ জুলাই। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ইইউ যত খুশি তত নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারবে: ইসি
এর আগে গত ১০ জুলাই গুলশান-২নম্বরে ইইউ অ্যাম্বাসেডরের বাসায় ইইউর প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বৈঠক করে। বৈঠকে নেতৃত্ব দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে শনিবারের বৈঠকে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা ছাড়াও দেশের আইনশৃঙ্খলা বাহিনীসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে
