দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩১ এএম, ১৬ই জুলাই ২০২৩

সৌদি আরবে হজ পালন শেষে গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি তিন এয়ারলাইন্সের ১৫০ টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি।
শুক্রবার (১৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ হাজি
এতে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১৫৮ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি।
১৫৮ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬৫ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৪ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৯ টি।
জেবি/এসবি