বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে নিখোঁজ ১৫, ৩ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওয়াটার বাস ডুবে যাওয়ার ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া, এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১৫ জন।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ ডুবল ওয়াটার বাস, চলছে উদ্ধার অভিযান
জানা যায়, ওয়াটার বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। ২৫ জনের মতো সাঁতরে তীরে উঠতে পেরেছেন। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, সোমবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আনা বিআইডব্লিউটিএ'র জাহাজ রুস্তম দিয়ে উদ্ধারকাজ চলছে।
জেবি/ আরএইচ/