ইরাকে ভেঙে ফেলা হল ৩০০ বছরের পুরোনো মসজিদ!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


ইরাকে ভেঙে ফেলা হল ৩০০ বছরের পুরোনো মসজিদ!
ছবি: সংগৃহীত

সড়ক সম্প্রসারণের কাজের ইরাকের বাসরা শহরের ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে ফেলা হয়েছে।


শুক্রবার (১৪ জুলাই) বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন।


তবে প্রাচীন প্রাচীন ওই মসজিদ ভেঙে ফেলায় নিন্দায় সরব হয়েছে দেশটির সাধারণ মানুষ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক কর্তৃপক্ষ।


জানা যায়, ঐতিহ্যবাহী মসজিদটি ১৭২৭ সালে নির্মাণ করা হয়েছিল। এতে ১১ মিটার বা ৩৬ ফুট উঁচু একটি মিনার ছিল,যেটিকে সিরাজি মিনার বলা হত। মসজিদটির দেওয়াল ছিল লাল মাটির তৈরি ইটের।


আরও পড়ুন: নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেল ২ কিশোর


স্থানীয় প্রসাশন জানিয়েছে, মসজিদসংলগ্ন সড়কটি বেশ সংকীর্ণ। এতে ওই এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। সড়কটির সম্প্রসারণের জন্য প্রাচীন মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন বসরার গর্ভনর। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।


ইরাকের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আহমেদ আর-বাদরানি জানান, মসজিদটি ভেঙে ফেলার বিষয়ে তাদের আপত্তি ছিল। কিন্তু বসরার গভর্নর ও স্থানীয় কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণের জন্য মসজিদটি অন্য কোথাও সরিয়ে নিতে চেয়েছিলেন। এখন ইরাকের সংস্কৃতি মন্ত্রণালয় বসরার প্রাচীন এই মসজিদের আদলে আরেকটি মসজিদ বানাতে চায়।


আরও পড়ুন: রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণে নিহত ২


বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও মসজিদটি সরিয়ে নেওয়ার বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি দাবি করেছেন বসরার গভর্নর আসাদ আল এইদানি।


তিনি জানান, সড়ক সম্প্রসারণের কাজে এটি ভেঙে ফেলা হয়েছে। এখন প্রতিবাদ না করে নতুন একটি মসজিদ কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে পদক্ষেপ ও পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বসরার গভর্নর। সূত্র: রয়টার্স


জেবি/এসবি