আমিরাতে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


আমিরাতে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াল
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি এ তথ্য জানায়।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।


প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে (আল ধাফরা অঞ্চল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সম্প্রতি আংশিক মেঘলা আবহাওয়া ও মাঝারি বাতাস প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।


আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা


গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘মিড ডে ব্রেক’ নামে একটি নিয়ম চালু করেছে আমিরাত সরকার। এ নিয়ম অনুসারে, দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে হবে।


আরও পড়ুন: দ. কোরিয়ায় বন্যা: টানেল থেকে বের করা হলো ১৩ মরদেহ


কেউ নিয়ম অমান্য করে শ্রমিকদের ওই সময়ের মধ্যে কাজ করাতে বাধ্য করেন, তাহলে ওই মালিককে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর নিষিদ্ধ সময়ের মধ্যে একাধিক কর্মীকে কাজ করানো হলে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে। সূত্র: খালিজ টাইমস


জেবি/এসবি