Logo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৩, ০১:০৭
32Shares
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে হতাহত হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতির বিষয় এখনো কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আর্জেন্টিনা।  ৬ দশমিক ৪ মাত্রার  এই ভূমিকম্পটি  চিলির ৬০০ কিমি এলাকা জুড়ে কম্পন অনূভূত হয়।  ভূমিকম্পে হতাহত হয়েছে কিনা বা  ক্ষয়ক্ষতির বিষয় এখনো কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (১৬ জুলাই) মধ্যরাতের পরপরই ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিউকুইনের লংকোপু শহরের কাছে, ভূপৃষ্ঠের ১৭১ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে এ বছরের ২২ মার্চ ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আর্জেন্টিনার স্যান অ্যান্টোনিও দে লস কব্রেস শহরসহ বিস্তীর্ণ এলাকা।

বিজ্ঞাপন

উৎসের গভীরতা অনুযায়ী ভূমিকম্পকে তিন ভাগে ভাগ করা যায়- অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূ-পৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী ও ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD