শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা, সুনামি সতর্কতা জারি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪৮ পিএম, ১৬ই জুলাই ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা, সুনামি সতর্কতা জারি
ফাইল ছবি

আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। ফলে সুনামির হুমকি জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বিভাগ।


রবিবার (১৬ জুলাই) খালিজ টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।


আরও পড়ুন: ৮০০ বছরের পুরোনো মসজিদ বন্ধ হলো ভারতে


প্রতিবেদনে বলে হয়, রবিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোরে আলাস্কার উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৭ দশমিক ৪। এটি অঞ্চলটির ৯ দশমিক ৩ কিলোমিটার (৫. ৭৮ মাইল) গভীরে ছিল।


আরও পড়ুন: শান্তি আলোচনায় বসতে সৌদিতে সুদানি প্রতিনিধি দল


যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বিভাগ ভূমিকম্পের পরে সুনামির হুমকি জারি করেছে।


এ ভূমিকম্পের পর ওই অঞ্চলটিতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে বা কোনো হতাহত হয়েছে কিনা, এখনও জানা যায়নি।


জেবি/এসবি