হিরো আলমের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে বলছে যুক্তরাষ্ট্র


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


হিরো আলমের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে বলছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর যারা হামলা এবং সহিংসতা করেছে তাদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।


সোমবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। 


আরও পড়ুন: মামলা করবেন হিরো আলম, চিঠি দিবেন দূতাবাসে


যে কোনো ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই।


তিনি আরও বলেন, আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি যে- আমরা আশা করি বাংলাদেশের সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে এবং আমরা সেটি অব্যাহত ও নিবিড়ভাবে সেটি পর্যবেক্ষণ করবো।


জেবি/ আরএইচ/